‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়া নিয়ে চাঞ্চল্য

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ‘দিদির দূত’ কর্মসূচি পালনের জন্য গ্রামে আসবেন তার আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্বরা, ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূল সুরক্ষা কবজের পোস্টার ছেড়া। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, “গ্রামের বাচ্চারা এই পোস্টার ছিড়েছেন। প্রসঙ্গত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জয়ী হবার পরে তৃণমূলে যোগদান করেন। সেই মতো আজ তৃণমূলের দিদির দূত হিসেবে গ্রামে আসবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।”