চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ কোচবিহার ১ নম্বর ব্লকের বড় শালবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণা বর্মন কে গর্ভবতী অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ভোর দুটো নাগাদ তিনি সন্তান প্রসব করেন। দুদিন ধরে সদ্যজাত শিশুর এবং তার মা দুজনই সুস্থ ছিলেন। শিশুকে এসএসসিতে রাখা হয়েছিল।গতকাল সন্ধ্যায় চিকিৎসক রাউন্ডে এসে পরিবারকে জানায় শিশু এবং মা দুজনেই সুস্থ রয়েছে। কিছুক্ষণ বাদে কৃষ্ণা বর্মন শিশুকে দুধ খাওয়াতে গেলে দেখতে পায় শিশু সাড়া দিচ্ছে না।

পরে চিকিৎসকরা জানায় শিশুটির মৃত্যু হয়েছে। সুস্থ শিশুর কিভাবে মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।