কলকাতা ব্যবসায়ীর বিরুদ্ধে মাওবাদী সংযোগের অভিযোগ

কলকাতার এক ব্যবসায়িকে গ্রেফতার করল এনআইএ। ওই ব্যবসায়ি মাওবাদীদের অর্থের যোগান দিতেন বলে অভিযোগ। বুধবার ব্যবসায়ীকে কলকাতায় এনআইএ’র বিশেষ আদালতে তোলা হয়। সূত্রে খবর, রাঁচি ইউনিটের আধিকারিকরা মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।

এনআইএ সূত্রে খবর, ধৃত ব্যবসায়ীর নাম মহেশ আগরওয়াল। একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন উনি। অভিযোগ, মাওবাদীদের আর্থিক সাহায্য করে ওই ব্যবসায়ী। মঙ্গলবার রাতে মহেশ তার কলকাতার বাড়ি থেকে বেরোচ্ছিল। ঠিক সেই সময় রাঁচি ইউনিটের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনআইএ আধিকারিকরা। বুধবার তাকে এনআইএ আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডে তাকে নেওয়ার আরজি জানানো হয় এনআইএর পক্ষ থেকে।