আচমকাই অভিযোগ তাদের বিরুদ্ধে। বেআইনিভাবে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং সনিয়া পুত্র রাহুল গান্ধিকে নোটিস পাঠাল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে সনিয়া এবং রাহুলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডির সূত্রে খবর, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন করেছেন সনিয়া এবং রাহুল গান্ধি। সেই ব্যাপারে প্রকাশ্য জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে সনিয়া এবং রাহুল গান্ধিকে বুধবার একটি নোটিশ পাঠিয়েছে ইডি।
চলতি বছরের এপ্রিল মাসেই ন্যাশনাল হেরাল্ড মামলায় বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই সময়ই এনফর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছিলেন আর্থিক নয়-ছয়ের এই মামলায় খাগড়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই এবার সরাসরি সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধিকে সমন পাঠাল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।
অন্যদিকে ইডির এই নোটিশ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন সনিয়া এবং রাহুল গান্ধি দুজনেই নির্দিষ্ট দিনে ইডি দপ্তরে হাজিরা দেবেন। তবে রাহুলের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি থাকার জায়গায় ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন আর্থিক নয়-ছয় বা লেনদেনের কোনো প্রমাণ নেই। কিন্তু তারপরেই গান্ধি পরিবারের সদস্যরা এই তদন্তে সাহায্য করবেন।