নদীর চড়ে কংক্রিটের দেওয়াল নির্মাণের অভিযোগ, এই নির্মানের ফলে যে কোন মুহূর্তে নদীর গতিপথ করতে পারে। নকশালবাড়ির খেমচি নদীর চর দখল হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনায় অভিযোগ দায়ের নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে। নকশালবাড়ি রায়পাড়ার বুক চিরে বয়ে গেছে খেমচী নদী। বর্ষায় ভয়াল রূপ ধারণ করে এই নদী। দুপাশের বেশ কিছু এলাকা প্রতিবছর প্লাবিত হয়ে নদী গর্ভে চলে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই দেওয়াল তোলার ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাপ্রাপ্ত হবে। সে ক্ষেত্রে সংলগ্ন এলাকার বাসিন্দাদের আরও বেশি বিপদের সম্মুখীন হতে হবে বলে স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন ঘোষ ও বিক্রম ঘোষরা জানান। বিষয়টি নিয়ে তারা গ্রাম পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে নির্মানকারী মানিক ঘোষের দাবি প্রতিবছর নদীর জন্য জমি ভেসে নিয়ে যায়। তাই দেয়াল তুলে জমি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সম্পূর্ণ দেওয়ালটি তার জমির উপরে নির্মিত হয়েছে।
অন্যদিকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, এলাকা পরিদর্শন করে জানান, কাজ বন্ধ করতে বলা হয়েছে দ্রুত সেচ দপ্তরকে দিয়ে জমিটি জরিপ করিয়ে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।