বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী চন্দ্রশেখর বর্মন।

ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এর নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল চন্দ্রশেখর বর্মন কে।

নির্বাচনের পর থেকে বাড়িছাড়া ছিলেন চন্দ্রশেখর বর্মন। দীর্ঘ এক বছর পর মায়ের বাৎসরিক এর কাজ করতে বাড়ি ফিরলে গতকাল রাতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।