পৌরসভার পার্কিং প্লেসে গাড়ি রাখার পর পার্কিংয়ের টাকা না দেওয়ায় বাইরের থেকে লোক ডেকে নিয়ে এসে এক ব্যক্তি এবং এক মহিলাকে মারধরের অভিযোগ পৌরসভার কর্মীদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায় গোটা এলাকায়। অভিযোগ কোচবিহার পৌরসভার একটি বেসরকারি নার্সিংহোমের পাশে রাস্তার ধারে কয়েক মিনিটের জন্য গাড়ি রাখা ছিল।
গাড়ি নিয়ে বেরোনোর সময় হঠাৎ করেই একজন পার্কিংয়ের জন্য ৩০ টাকা দাবি করে। সেই টাকা নিয়ে বিবাদ শুরু হয়। সেই টাকা না দেওয়ায় বাইরে থেকে গুন্ডাদের ডেকে নিয়ে এসে মারধর করা হয়।অবশেষে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।