উপনির্বাচন:ত্রিপুরায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

ত্রিপুরার চারটি বিধানসভা আসনের পাশাপাশি দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের একটি করে বিধানসভা আসনেও আজ বৃহস্পতিবার উপনির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে চলছে ভোটগ্রহণ। এদিন সকালে ৯টা পর্যন্ত ভোট পড়েছে অন্ধ্রপ্রদেশের আত্মকুর বিধানসভা কেন্দ্রে ১.৫৬ শতাংশ, ঝাড়খণ্ডের মণ্ডারে ১৩.৪৯ শতাংশ এবং দিল্লির রাজেন্দ্রনগরে ৫.২০ শতাংশ। অন্যদিকে ত্রিপুরার আগরতলায় ১৫.২৯ শতাংশ, বড়দোয়ালীতে ১৬.২৫ শতাংশ, সুরমায় ১৩ শতাংশ এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৪ শতাংশ।

 

এদিন সকাল থেকে ত্রিপুরার একাধিক ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। ভোটারদের ভয় দেখানো, ছবি তোলা আটকাতে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস, বাম এবং তৃণমূল কর্মী-সমর্থকরা। ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রেই বিরোধী দলের কর্মী-সমর্থক এবং সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।