অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ, বিক্ষোভে শিক্ষক ও শিক্ষাকর্মীরা

জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজে বসে মদ খাওয়ার অভিযোগ সরব হল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার রাতে দীর্ঘক্ষণ ধরে কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকারকে কলেজে আটকে রেখে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।

অভিযোগ, প্রায় রাতেই কলেজে বসে অধ্যক্ষ মদ খান। রাতে পুলিশ অধ্যক্ষকে থানায় নিয়ে গিয়েছে। অধ্যক্ষ মদ খেয়েছে কিনা তা দ্রুত পরীক্ষা করার দাবিতে বিক্ষোভ দেখান কলেজের শিক্ষক শিক্ষা কর্মীদের একাংশ সহ স্থানীয় বেশকিছু বাসিন্দারা। জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে জলপাইগুড়ি শিক্ষানুরাগী মহলে।

অতীতের জলপাইগুড়ির কলেজে ছাত্র রাজনীতিতে সুপরিচিত নাম দেবাশিস বিশ্বাস। বর্তমানে দেবাশিস বাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। শুক্রবার রাতে তিনি ব্যাক্তিগত কাজে জলপাইগুড়ি শহরে ছিলেন। কমার্স কলেজের এ হেন ঘটনায় তিনি মর্মাহত।
দেবাশিস বিশ্বাস বলেন, “অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। একজন অধ্যাপক হিসেবে আমি লজ্জিত। যদি এই ধরনের অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।”