তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। তবে একাধিক সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গবাসীর বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই এই সমস্ত সরকারি প্রকল্পে নিজস্ব কোষাগার থেকেই টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ এনে রাজ্যের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে কেন্দ্রীয় সরকারও। অভিযোগ করা হয়েছে যোগ্যদের বঞ্চিত করে আবাস প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে রাজ্যের শাসকদল ঘনিষ্ঠদের।
এবার আরও একবার আবাস যোজনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরব হল বিজেপি। সেই নামের তালিকা তুলে দেওয়া হয়েছে বিডিওকে। ইতিমধ্যেই তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।