সাহেবগঞ্জ অঞ্চলের গর্ভডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ

সাহেবগঞ্জ অঞ্চলের ৭/৮৮ বুথের গর্ভডাঙ্গা এলাকায় বিজেপি প্রার্থীর শ্বশুরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার গভীর রাতে ঘটে এই ঘটনা। বিজেপির তরফ থেকে বিজেপি প্রার্থী পারুল রায় সরকারের স্বামী উত্তম কুমার রায় সরকার বলেন আমি রাতে মিটিং গেছিলাম সেই সময় শুনতে পাই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় প্রার্থীর ফ্লেক্স ছিড়ে দেওয়ার সঙ্গে প্রার্থীর অর্থাৎ তার বাড়িতে হুমকি দিচ্ছে। খবর পেয়ে দ্রুত তিনি বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে তৃণমূল দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে রাত আনুমানিক দুটো নাগাদ আবারও তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর কাকা শ্বশুরের বাড়িতে এসে হুমকি পাশাপাশি বাড়ি ভাঙচুরের চেষ্টা করে তখন বৃদ্ধ কাকার শ্বশুর বর্মন বাইরে বেরিয়ে এলে তাকে মারধর করে বলে অভিযোগ। রবিবার সেই কারণে আহত সুকারু বর্মন দিনহাটা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। তবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের তরফে সংশ্লিষ্ট বুথের তৃণমূল প্রার্থীর স্বামী দীননাথ বর্মন পাল্টা অভিযোগ করে বলেন তিনি গতকাল রাতে তিনি যখন দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তখন বিজেপি লোকজন তার উপর হামলা চালায়। তবে নির্বাচনের মুখে বিজেপি তৃণমূল উভয় দলের একে অপরের পাল্টা অভিযোগ কে ঘিরে রাজনৈতিক সরগরম সংশ্লিষ্ট এলাকায়।