শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ। স্থানীয় এক ঠিকাদারের দাবি, ১৫ শতাংশ টাকা না দেওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুড়ি। তাঁর দাবি, তিনি পঞ্চায়েতের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলেন। তবে প্রধান কৃষ্ণ সরকারের সঙ্গে রাস্তায় দেখা হলে তিনি কাটমানি দাবি করেন। উজ্জ্বল ভাদুড়ির আরও অভিযোগ, এর আগের কাজের ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ায় তাঁর টেন্ডার বাতিল করা হয়েছে।
অন্যদিকে, মাটিগাড়া ১ নং অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন। শনিবার, ১ ফেব্রুয়ারি পঞ্চায়েত কার্যালয়ের সামনে কন্ট্রাক্টররা একত্রিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তারা জানান, যদি কারও কাগজপত্র ঠিকঠাক না থাকে, তাহলে তাঁর টেন্ডার বাতিল হবেই। টেন্ডার ইউনিয়নের আরও অভিযোগ, মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েত গঠনের পর থেকে এখনও পর্যন্ত উজ্জ্বল ভাদুড়ি নামে কেউ টেন্ডার জমা দেননি। ফলে তাঁর করা অভিযোগ ভিত্তিহীন।
এই অভিযোগের প্রসঙ্গে মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার বলেন, ‘উজ্জ্বল ভাদুড়ি নামে কোনও ব্যক্তিকেই আমি চিনি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।’ এই ঘটনার জেরে শিলিগুড়ি মাটিগাড়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ এই অভিযোগ নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার।