রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর বিধায়কের দুটি ফোনের তথ্য উদ্ধারের জন্য ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। এবার সেই ফোনেই মিললো একাধিক চাঞ্চল্যকর তথ্য।
সিবিআই সূত্রে খবর, অবশেষে জীবনকৃষ্ণর দুটি মোবাইল থেকে ১০০% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল।
সিবিআই সূত্রে খবর, বিধায়কের ফোনের সূত্র ধরেই এবার ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার দুই আধিকারিককে তলব করেছে তদন্তকারীরা। এর আগেই নিয়োগ দুর্নীতিতে নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে গ্রেফতার করে তদন্তকারীরা। আর এবার জীবনকৃষ্ণের ফোন ঘেটে আরও দুই অধিকারীকের খোঁজ পেল সিবিআই। এবার পরবর্তীতে এই তদন্ত কোন মোড় নেয় সেটাই দেখার বিষয়।