লক্ষ্য এখন একটাই, আগামী বছরের আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বাংলায় শক্তি বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই এবার রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
শনিবার কোলাঘাটে গেরুয়া শিবিরের বিশেষ কর্মসূচি রয়েছে। বিজেপির সেই কর্মসূচীর নাম পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা। সশরীরে সেই কর্মসূচীতে উপস্থিত থাকবেন নাড্ডাজি। থাকবেন কেন্দ্রের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী পীযূস গোয়েল। ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
লোকসভার আগে বিজেপির নজরে গ্রাম বাংলা। ১১ অগাস্ট শুক্রবার বঙ্গের মাটিতে পা রাখবেন নাড্ডা। পরদিন শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যে জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার সভাধিপতি এবং জেলা পরিষদে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে হবে বৈঠক কর্মসূচী। ১২-১৩ আগাস্ট পরপর চলবে বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালা।