রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত হিসেবে তাঁর নাম উঠে এসেছে। বিভাস অধিকারী নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন। তাঁর শিয়ালদহের ফ্ল্যাটে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তারা বেরোয়। এরপরেই একাধিক চক্রান্তের তত্ত্ব সামনে আনেন বিভাস।
বীরভূমের বাসিন্দা বিভাস নলহাটির ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি। সম্প্রতি নিয়োগ কাণ্ডে তাঁর নাম জড়িয়ে যায়। এরপরই ইডি তাঁর শিয়ালদহের ফ্ল্যাটটি সিল করে দিয়েছিল। বিভাসের অভিযোগ, কোনও রকম ঘোষণা ছাড়াই তাঁর ফ্ল্যাটটি সিল করেছিল ইডি। তাই তিনি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেটি খুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিতে সাড়া দিয়েই ইডি এদিন তল্লাশি চালায়। এরপর বিভাস দাবি করেছেন, তাঁর আশ্রমকে কালিমালিপ্ত করতেই তাঁর নামে মিথ্যে ছড়ানো হচ্ছে। অর্থাৎ তিনি দাবি করছেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।