দীপাবলির আগে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন

দীপাবলিতে পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর বেশি জোর দিচ্ছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। সেই অনুযায়ী, পুরসভা এলাকার পাশাপাশি ব্লকগুলিতেও পরিবেশ বান্ধব বাজির স্টল দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে গ্রীণ ক্র‍্যাকার্স এর লাইসেন্স দেওয়া হয়েছে ২৯ জনকে। আলিপুরদুয়ারের প‍্যারেড গ্রাউন্ডে গ্রীণ ক্র‍্যাকার্সের দোকান বসবে। অন‍্যত্র বাজির কোনও দোকান বসবে না বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত ৯ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান মহকুমা শাসক। কুমারগ্রামে ৩ জন, ফালাকাটায় ২ জন, কালচিনতে ১০ জন ও মাদারিহাটের ৫ জন ব‍্যবসায়ীকে দেওয়া হয়েছে লাইসেন্স বলে জানা গিয়েছে।