ভারতে এই প্রথম। অ্যামাজনের আলেক্সায় শোনা যাবে ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চনের কন্ঠ। এদেশের গ্রাহকরা তাদের ইকো ডিভাইসে অথবা অ্যামাজন শপিং অ্যাপে (অ্যান্ড্রয়েড) মাইক আইকন ব্যবহার করে আলেক্সায় অমিতাভের কন্ঠ যোগ করতে পারবেন। এর প্রারম্ভিক মূল্য বছরে ১৪৯ টাকা। এই সুবিধা ক্রয়ের জন্য শুধু বলতে হবে “আলেক্সা, ইন্ট্রোডিউস মি টু অমিতাভ বচ্চন” এবং অমিতাভের কন্ঠস্বরের সঙ্গে যোগাযোগের জন্য ‘ওয়েক ওয়ার্ড’ হিসেবে ব্যবহার করতে হবে ‘অমিতজী’। এই ফিচারটি চালু করা ও অমিতজীর ভয়েসের সঙ্গে কথোপকথনের জন্য আলেক্সার মাধ্যমে পরিচিত হতে হবে। ইকো ডিভাইসে আলেক্সা ও অমিতজীর সঙ্গে প্রশ্নোত্তর চালানো যাবে ইংরেজি ও হিন্দিতে।
