জলপাইগুড়ির বিভিন্ন দোকানে এবং বাড়িতে চলছে অক্ষয় তৃতীয়ার পূজো

আজ শুভ অক্ষয় তৃতীয়া। বাঙালির ১২ মাসে তেরো পার্বণ। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া। শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যে এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়।যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন দোকানে এবং বাড়িতে গণেশ পূজোর মধ্য দিয়ে মেতে উঠেছেন ব্যবসায়ী থেকে গৃহস্থ সকলেই। সকাল থেকেই শহরের দোকান গুলিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে পুজো অর্চনা। পাশাপাশি মদিরেও চলছে পূজোপাঠ।