‘ও মাই গড ২’ এর জন্য পারিশ্রমিক নেয়নি অক্ষয়

অক্ষয় কুমারের ছবি ‘ও মাই গড ২’ ১১ আগস্ট মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। একই দিনে মুক্তি পাওয়া সানি দেওলের ‘গাদার ২’-এর সাথে সরাসরি সংঘর্ষ সত্ত্বেও, ‘ও মাই গড ২’ বেশ ভালো ব্যবসা করছে। সিনেমাটি আয় করেছে ১০০ কোটির কাছাকাছি।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি সিনেমার প্রধান তারকা অক্ষয় কুমার!
অক্ষয় বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। যদিও ‘ও মাই গড ২’-এর জন্য এক টাকাও নেননি অভিনেতা। তবে অক্ষয়ের পারিশ্রমিক ছাড়া সিনেমাটির বাজেট ১৫০ কোটি টাকা।
‘ও মাই গড ২’-এর প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, ‘ও মাই গড ২’ তৈরি করতে প্রায় ১৫০ কোটি টাকা লেগেছে। কিন্তু অক্ষয় কুমার এর জন্য এক টাকাও নেননি! পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাত্কারে, অজিত আঁধারে বলেছিলেন, “যখন এই ধরনের সাহসী ছবি তৈরির কথা আসে তখন অক্ষয় সবসময় পাশে থাকেন। তাই এবার এই সিনেমার জন্য কোনো টাকা নেননি তিনি। তার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছি। যাইহোক, আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ ছিল। আর তাকে ছাড়া এই ঝুঁকি নেওয়া যেত না। তিনি আর্থিক এবং সৃজনশীল উভয়ভাবেই চলচ্চিত্রের সাথে যুক্ত ছিলেন।”
প্রযোজক আরও বলেন, তার এবং অক্ষয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ‘ও মাই গড’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

এদিকে, ‘ও মাই গড 2’ এক সপ্তাহে বক্স অফিসে ৮৪ কোটি আয় করেছে।

সিনেমাটি বক্স অফিসে হিট হতে চলেছে। অক্ষয় কুমার ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল এবং আমির নায়েক। অমিত রাই পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন বিপুল ডি শাহ, অশ্বিন ভার্দে, রাজেশ বাহল।