আবারও সফলতা অর্জন আকাসা এয়ার-এর

Estimated read time 1 min read

আকাসা এয়ার চিত্তাকর্ষক সাফল্যের সঙ্গে তার দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে। তারা ভারতের সর্বাধিক অন-টাইম এয়ারলাইন, যা দেশীয় (২২টি শহর) ও আন্তর্জাতিক (৫টি শহর) উভয় ক্ষেত্রেই দ্রুত বৃদ্ধি পেয়েছে। 

দুই বছরের সময়কালে আকাসা এয়ার ১১ মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে এবং ১৭ মাসের মধ্যে ১৫০টি বিমানের জন্য রেকর্ড অর্ডার দিয়েছে। পরিষেবায় শ্রেষ্ঠত্বের ব্যাপারে তাদের নজর নিবদ্ধ রয়েছে অনন্য ইন-ফ্লাইট খাবার, পোষ্য প্রাণী-বান্ধব নীতি ও অন্যান্য গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগ। আকাসা এয়ার আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং ভবিষ্যতে অব্যাহত বৃদ্ধির প্রত্যাশা করে।

দুই বছরের সাফল্য উদযাপন উপলক্ষে আকাসা এয়ারের সিইও বিনয় দুবে নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী মূল্য ও ব্যতিক্রমী পরিষেবার প্রতি তাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেছেন। তিনি আকাসার সাফল্যের জন্য তাদের নিবেদিত কর্মী, সহায়ক অংশীদার ও অনুগত গ্রাহকদের কৃতিত্ব দিয়েছেন। আকাসা এয়ারের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে দুবে এই এয়ারলাইনের বৃদ্ধি অব্যাহত রাখতে ও জাতীয় গর্বের উত্স হয়ে ওঠার প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন।

You May Also Like

More From Author