জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী

জঙ্গিদের গুলিতে খুন হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী,ঘটনায় শোকের ছায়া সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায়।গতকাল দুপুরে শেষ কথা হয় বাড়ির লোকের সাথে,তারপর রাতে এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তীর মৃত্যু সংবাদ আসে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকার বাড়িতে।

ব্যাটেলিয়ান এর মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয় তন্ময় চক্রবর্তী। দিল্লির গাজিয়াবাদে এয়ার ফোর্স এর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তন্ময়বাবু,পরিবারের লোকের অভিযোগ ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অপারেশন চালাতে গিয়েই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তন্ময় চক্রবর্তীর। ঘটনার পর সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তন্ময় বাবুর মৃতদেহ দমদম বিমানবন্দর থেকে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোডে তার বাড়িতে নিয়ে আসার পর পানিহাটি শ্মশানে গার্ড অফ অনার সম্মান দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়।