সাত দফা দাবি নিয়ে এ আই ডি এস ওর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান

চার বছরের ডিগ্রী কোর্স বাতিল, গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা, বিশ্ববিদ্যালয় ও অন্তর্গত কলেজগুলোর সার্বিক পরিকাঠামোর উন্নয়নের দাবি সহ ৭ দফা দাবিতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযান করে এ আই ডি এস ও। শিলিগুড়ির কাছে শিব মন্দিরের মেডিকেল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মিছিলটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালযয়ে যায়। এআইডিএস ওর এই অভিযানের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আসে। কোনরকম গন্ডগোল ঝামেলা এড়াতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।