লোকসভা নির্বাচনের আগে নাটাবাড়ি বিধানসভায় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি কিষান মোর্চার মন্ডল সদস্য। মঙ্গলবার তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১(ক) ব্লক নেতা তথা তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী। এ বিষয়ে রাজেশ তন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ চিলাখানা অঞ্চলের নাটাবাড়ি বিধানসভা ৩ নং মণ্ডল কৃষাণ মোর্চার সদস্য রামকৃষ্ণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে তার প্রভাব কতটা ছিল। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলকে কতটা সমৃদ্ধি করবে সরকার সেটাই এখন দেখার বিষয়। যদিও এ বিষয়ে বিজেপির দাবি রামকৃষ্ণ সরকার কোনদিনও সক্রিয় রাজনীতিতে ছিল না।

 বিজেপির ভারতীয় জনতা কিষান মোর্চার কোচবিহার জেলা সহ সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, যারা প্রকৃত বিজেপি করে, তারা কোনোদিন দল ছেড়ে যায় না। যাদের চাওয়া পাওয়া আসা রয়েছে, তারাই তৃণমূলের মতো সুবিধাভোগী দের দলে যোগদান করেন। আমরা এ বিষয় নিয়ে চিন্তিত নই। আগামী লোকসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। রাজ্যে ৩০ থেকে ৩৫ টি আসনে বিজেপি প্রার্থীরা হেসে খেলে জিততে চলেছেন।