চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে আন্দোলন

চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য সরকারি সুযোগ-সুবিধা এর দাবিতে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতি। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে।


পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতির দাবি, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য দূরীকরণে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ২০২৪ সাল পর্যন্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়।