আবার জোগানের অভাবে বন্ধ হয়ে গেলো টিকাকেন্দ্র

টিকার জোগান নিয়ে বারংবার উঠেছে অভিযোগ। কিছুতেই মেটানো যাচ্ছে না সাধারণ মানুষের চাহিদা। থেকেই যাচ্ছে ঘাটতি। এবার আবারও একবার বন্ধ থাকছে শহরের কোভিশিল্ড কেন্দ্রগুলি। চাহিদার তুলনায় ততটা নেই কোভিশিল্ড। তাই লিখিত বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুরসভা বুধবার থেকে বন্ধ থাকছে কোভিশিল্ড কেন্দ্রগুলি। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১১ অগস্ট রাজ্যে কোভিশিল্ড আসতে পারে। যদি ১১ তারিখ রাজ্যে কোভিশিল্ড আসে, তবে ফের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে কলকাতা পুরসভা। শুরু থেকেই বাংলায় টিকার জোগান কম বলে অভিযোগ উঠে আসছিল।

জোগানের অভাবে গত কয়েক দিন ধরেই শহরে নাকাল হচ্ছেন বহু মানুষ। সোমবারই কালীঘাটের একটি টিকাকেন্দ্রে হুলস্থুল পড়ে যায়। জানা যায়, আড়াইশো জনকে টিকা দেওয়ার পর হাত তুলে নেন টিকাকেন্দ্রের কর্মীরা। জানিয়ে দেন, তাঁদের কাছে আর টিকা নেই। তার পরিবর্তে টিকা নিতে আসা মানুষকে জয়হিন্দ ভবন থেকে টিকা নিতে বলা হয়। সেই ঘোষণা মাত্রই ভর দুপুরে হরিশ মুখার্জি স্ট্রিট ধরে দৌড় লাগান শয়ে শয়ে মানুষ। এর আগে কোভিশিল্ড না থাকায় শুক্রবার থেকে বন্ধ ছিল কোভিশিল্ড টিকাকরণ। শহরে কোভিশিল্ডের টিকাকরণ আপাতত বন্ধ রাখা হল।