দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর পর এবার কার্যত আকাশছোঁয়া দাম আলুর। এইমুহুর্তে শহর ও শহরতলিতে চন্দ্রমুখী আলুর দাম রয়েছে ২৮-৩০ টাকা প্রতি কেজি। এদিকে জ্যোতি আলু বিকোচ্ছে ২২-২৪ টাকা কেজি দরে।
আলুর পাশাপাশি দাম বেড়েছে পটলেরও। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। এদিকে আদার দামও যথেষ্ট বেশি। কেজি প্রতি আদার দাম এখন ৩০০ টাকা। এমতাবস্থায় আম জনতাকে খানিকটা স্বস্তি দিচ্ছে ঢ্যাঁড়শ। 35- 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়শ।
কুমোড়র দামও যথেষ্ট চড়া। ৪০ টাকায় মিলছে এক কেজি কুমড়ো। বেগুন প্রতি কেজি বিকোচ্ছে ৬০ টাকা দরে। চড়া দামে বিক্রি হচ্ছে টমেটোও। এখন টমেটোর প্রতি কেজির দাম রয়েছে ১৫০ টাকা। কাঁচা লঙ্কার দামে খানিকটা স্বস্তি মিলেছে। বর্তমানে ১০০ গ্রাম কাঁচা লঙ্কার দাম রয়েছে ১২-১৫ টাকা।