আবারো শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ এলো

রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে। মামলাও চলছে এই সংক্রান্ত। এবার আরো একবার মামলার গেরোয় পড়ে গেল উচ্চ প্রাথমিক নিয়োগ। সেই কারণে আপাতত নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত অভিযোগের নিষ্পত্তির জন্য আরও ৩ মাস সময় বরাদ্দ করল আদালত। ততদিন আপাতত বন্ধ থাকবে নিয়োগ সুপারিশ। এই মামলায় ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে। শিক্ষা দফতরের সহ অধিকর্তা প্রতিটি অভিযোগের নিষ্পত্তি করবেন। এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের। জুলাই মাস থেকে কার্যত এই নিয়ে সমস্যা শুরু হয়েছে। 

জুলাই মাসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০১২, ২০১৫ এবং ২০১৬ সালে টেট পরীক্ষার নম্বর ও আপার প্রাইমারির প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে৷ প্রার্থীদের কাউন্সিলিং শুরু হবে ১৯ জুলাই থেকে৷ কিন্তু তার পর থেকেই জটিলতা বাড়তে থাকে। চাকরিপ্রার্থীদের একাংশ আদালতের দারস্থ হয় নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার অভিযোগ তুলে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনে বেঞ্চের দ্বারস্থ হয় বেশ কিছু চাকরিপ্রার্থী৷ অভিযোগকারীদের বক্তব্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ভুলে ভরা এবং অস্বচ্ছ। তাই এই প্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় তারা বিরোধিতা করছে।