আবারও ঊর্দ্ধমুখী করোনা সংক্রমনের সংখ্যা

দেশের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। আবারও ঊর্দ্ধমুখী হল সংক্রমনের সংখ্যা। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে সংক্রমিত হলেন দেশের ৪৬ হাজার ১৬৪ জন। একদিনে করোনার বলি ৬০৭। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও মৃত্যুহার কমেছে সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৫৯ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। আর করোনার বলি মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৮০ লক্ষ ৪০ হাজার ৪০৭ জনের টিকাকরণ হয়েছে। এ নিয়ে দেশে মোট টিকাপ্রাপকের সংখ্য়া দাঁড়াল ৬০ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৭৫। এই হারে টিকাকরণ চললে চলতি বছরের মধ্যে দেশের সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে আশা দেখছেন বিশেষজ্ঞরা।

উৎসবের মরশুমে যাতে করোনা সংক্রমণ না বাড়ে, সেই সতর্কবার্তা বারবার দিয়েছিলেন বিজ্ঞানীরা। সতর্ক না হলে বিপদ কতটা বাড়তে পারে সেই উদাহরণ স্পষ্ট হয়ে উঠল কেরলের ক্ষেত্রে। বুধবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ৩০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ! যা রীতিমতো অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরলের ঐতিহ্যবাহী উৎসব ওনামের জন্যই এমন পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। এ বছর বেশ ভালভাবেই দক্ষিণের মালয়লি রাজ্যে পালিত হয়েছে ওনাম। আর তারপর এই পরিসংখ্যান সামগ্রিকভাবে উদ্বেগ বাড়িয়েছে।