বিতর্ক কিছুতেই থামছে না। সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। মুখ্যসচিবের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন তিনি। তারপরেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া চিঠি পাঠাল কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা ও রাজ্যের প্রাক্তন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাঁকে চিঠি ধরাল কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের তরফে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে তাঁকে চিঠির জবাব দিতে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে জবাব না পেলে, আলাপনকে না জানিয়েই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে পিছপা হবে না বলে চিঠিতে সাফ জানানো হয়েছে। এছাড়াও রাজ্যর প্রাক্তন মুখ্যসচিবের বিরুদ্ধে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এমনকি তাঁকে স্বশরীরে ওই তদন্তর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সম্মুখীন হতে হবে।
প্রসঙ্গত, বিতর্কের শুরু গত ২৮ মে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্য-কেন্দ্র টানাপোড়েন শুরু হয় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পর্বে। মুখ্যসচিব পদে অবসর নেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ দেয় কেন্দ্র। জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়। প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিতির জন্য নোটিশ বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে চার্জশিটও দিতে পারে মোদী সরকার।