আবার শহরের বুকে উদ্ধার দেড় কোটি টাকা

Estimated read time 1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! এরইমাঝে ফের বিপুল পরিমাণ টাকার হদিশ শহরে৷ গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের এক ঘনিষ্ঠের উল্টোডাঙার বাড়িতে হানা দেয় ইডি৷ তল্লাশি চালিয়ে নগদ প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেন আধিকারিকরা৷

গত সেপ্টেম্বর মাসে আমির খানের গার্ডেনরিচের বাড়িতে খাটের তলা থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই সূত্র ধরেই বুধবার সাত সকালে আমির-ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়ালের বাড়িতে তল্লাশি অভিযানে নামেন ইডি-র আধিকারিকেরা। ইডি সূত্রের খবর, উমেশের বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গোনার জন্য নিয়ে আসা হয়েছে মেশিন।

তদন্তকারী অফিসাররা জানান, বুধবার গভীর রাত পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলেছে। আরও টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণায় অভিযুক্ত আমিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে উমেশের৷ সকাল থেকেই যাদবপুর, পার্ক স্ট্রিট ও উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

You May Also Like

More From Author