ফের কোচবিহার আদালতের মাল গোডাউন থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেট

Estimated read time 0 min read

কোচবিহার: ফের কোচবিহার আদালতের মাল গোডাউন থেকে উদ্ধার হ্যান্ড গ্রেনেট। কোচবিহার আদালতের মাল গোডাউনে গাঁজার প্যাকেট থেকে উদ্ধার হয় এই হ্যান্ড গ্রেনেড টি। গ্রেনেড নিষ্ক্রিয় করতে বিন্নাগুরি সেনা ছাউনি থেকে একটি স্পেশাল টিম আনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা। আদালত চত্বরের রাস্তা ব্লক করে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়।

এবং সেনাবাহিনীর বোম স্কোয়ারট গ্রেনেড টি মাল গোডাউন থেকে বের করে নিরাপদে তোরসা নদীর বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে গ্রেনেটটির বিস্ফোরণ ঘটায়। বিশাল শব্দে ফাটে গ্রেনেটটি। উল্লেখ্য এর আগেও ২০২৩ সালের ৭ই ফেব্রুয়ারি গাঁজার প্যাকেটের ভেতর একই রকম একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়।

সেই সময়ও বিন্নাগুরি সেনাসামনি থেকে বিশেষ টিম এসে ১২ই ফেব্রুয়ারি ২০২৩ সালে সেই গ্রেনেট টি নিষ্ক্রিয় করে। সেই সময় ওই হ্যান্ড গ্রেনেড টির অবস্থা ভালো না থাকায় আদালতের মাল গোডাউন এর ভিতরেই পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এক বছর পর ফের সেই মাল গোডাউন থেকে উদ্ধার হল হ্যান্ড গ্রেনেট।

You May Also Like

More From Author