রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে সিবিআই-এর পাশাপাশি তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও৷ এই মামলায় তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় ডেকে পাঠান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
তাপস প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত৷ ইডি সূত্রে খবর, অফলাইনে ভর্তির যে তালিকা তাপস দিয়েছেন, সেই তালিকার সঙ্গে টাকার হিসেবের গড়মিল রয়েছে। টানা ১০ ঘণ্টা জেরার পরেও সেই হিসেব মেলানো যায়নি৷ অঙ্ক মেলাতেই আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের তলব করা হয়েছে মানিক ঘনিষ্ঠকে৷
তাপস মণ্ডলের দাবি, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য যে টাকা নেওয়া হত, তা লোক পাঠিয়ে সংগ্রহ করতেন মানিক ভট্টাচার্য। ডিএলএড প্রশিক্ষণের যে ৬০০টি কলেজ রয়েছে৷ যে সব শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করাতে পারতেন না, তাঁদের নাম অফলাইনে নথিভুক্ত করার ব্যবস্থা করে দিতেন মানিক। বিনিময়ে মাথাপিছু ৫ হাজার টাকা করে নিতেন তিনি।