ফের সাগরদিঘীতে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাগরদিঘীর আদালত সংলগ্ন ঘাটে।
প্রত্যক্ষদর্শী রোহিত প্রামানিক জানান, মৃত ব্যক্তি সাইকেল নিয়ে ঘাটে এসেছিলেন। জামা কাপড় খুলে গামছা পড়ে তিনি জলে নামেন স্নান করতে। কিন্তু হঠাৎই তিনি জলে ডুতে দেখেন ওই ব্যক্তিকে। রোহিত বাবু নিজে সাঁতার জানেন না তাই তার পক্ষে বাঁচাতে যাওয়া এক প্রকার অসম্ভব ছিল। যতক্ষণে সাঁতার জানা লোক এসে তাকে উদ্ধার করে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।বলাইবাহুল্য হেরিটেজ ঘোষণা হওয়ার পরে কোচবিহার সাগর দিঘীতে স্নানসহ জামা কাপড় কাচা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কোচবিহার মহকুমা প্রশাসন। সেই নিষেধাজ্ঞাকে উলঙ্ঘন করে বারংবারি দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ সাগর দীঘিতে স্নান করতে আসেন। সেক্ষেত্রে এই ঘটনার দায়ভার প্রশাসন নেবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।