বিগত দু বছর আগে চীন থেকে করোনা সংক্রমনের উৎপত্তি হয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রন… একের পর এক করোনা প্রজাতি নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েছে। কয়েক মাস বা দিন অন্তর অন্তর নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে। ডেল্টার পর যখন ওমিক্রন এল, তখনই অনুমান করা হয়েছিল যে আরও প্রজাতি আসতে পারে। এখন হলও তাই। ওমিক্রন আবহেই ধরা পড়ল এক নতুন করোনা প্রজাতি, নাম IHU। এটি ওমিক্রনের থেকে বেশি সংক্রামক বলে জানা যাচ্ছে।
সম্প্রতি ফ্রান্সে এই IHU প্রজাতি পাওয়া গিয়েছে বলে খবর। সেখানে যিনি প্রথম এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনি ক্যামেরুন থেকে এসেছেন। তিনি ফ্রান্সেরই নাগরিক। সেদেশের একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সে এই মুহূর্তে IHU আক্রান্ত ১২ জন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, IHU-তে ৪৬ টি মিউটেশন রয়েছে এবং এটি ওমিক্রনের থেকে অনেক বেশি সংক্রামক। তবে ওমিক্রনের মতো এরও মারণ ক্ষমতা কম বলেই আপাতত অনুমান করা হচ্ছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউই আশঙ্কাজনক নন। তবে এই বিষয় আরও তথ্য প্রয়োজন বলেই জানান হয়েছে। কিন্তু ফ্রান্সের এই ব্যক্তি প্রথম এই প্রজাতিতে আক্রান্ত কিনা তাও এখনও স্পষ্ট নয়। এর আগে কেউ এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে এমন অনুমানও করা হচ্ছে। কারণ, এই নিয়ে বেশি তথ্য এখনও সামনে আসেনি।
গবেষকদের একটা বড় অংশ মনে করছেন, করোনা ভাইরাস এইভাবে দ্রুত রূপ পরিবর্তন করলেও তাতে এখন ভয় বেশি থাকার কথা নয়। কারণ, ডেল্টা প্রজাতি পর্যন্ত দেখা যাচ্ছিল যে, ভাইরাসের সংক্রমণ ক্ষমতা কম হলেও মারণ ক্ষমতা বেশি ছিল। আক্রান্তদের মধ্যে অনেকেই জটিল সমস্যায় ভুগতে শুরু করছিলেন। কিন্তু ওমিক্রন বা IHU-তে এমনটা নয়। অনুমান, এই রকমভাবে রূপ বদলাতে বদলাতে করোনা নতুন করে মারণ ক্ষমতা নিয়ে জন্মাবে না। এটাই ভাইরাসের ‘শেষের শুরু’। ধীরে ধীরে সেটা আর পাঁচটা সাধারণ ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জার মত হয়ে যাবে।