ফের ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণ বয়স্ক লেপার্ড। গত শনিবার রাতেও খাঁচাবন্দী হয়েছিল একটি লেপার্ড। ফের সোমবার সকালে একটি লেপার্ড খাঁচাবন্দী হয়।
জানা গেছে, সোমবার সাত সকালে শ্রমিকরা লক্ষ্য করে খাঁচাবন্দী হয়েছে একটি লেপার্ড।এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরে। খাঁচাবন্দী লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়ি চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গিয়েছেন জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা। পরপর দুটি লেপার্ড ধরা পড়ায় আপাতত অনেকটাই স্বস্তিতে তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা।