জিটিএ নির্বাচনে জয়ের পর এবার পাহাড়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে ৪৫ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বোর্ড গঠন করবে। তাঁর দল পেয়েছে ২৭ টি আসন। তার আগে কলকাতায় নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

আগামী ১২ জুলাই দার্জিলিঙে জিটিএ সদস্যদের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন অনীত থাপা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে তাঁদের দুজনের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে? সূত্র বলছে, পাহাড়ের উন্নয়ন এবং তার গতিপ্রকৃতি নিয়েও কথা বলেছেন তারা। গত পাঁচ বছরে অনেক প্রশাসনিক কাজই থমকে রয়েছে, সেগুলি আবার চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন অনীত থাপা। তাঁর কথায়, পাহাড়ের সিস্টেম পুরো ভেঙে পড়েছে।

পঞ্চায়েতের ব্যবস্থা নেই, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নেই। প্রথমে সিস্টেম ঠিক করতে হবে। যতক্ষণ না সরকারের সঙ্গে মিলে তারা কাজ করতে পারছেন পাহাড়ে উন্নয়ন হবে না। এদিকে অনুমান করা হচ্ছে, প্রয়োজনে অনীত থাপাদের বাইরে থেকে সমর্থন দিতে পারে তৃণমূল কংগ্রেস।

২৭টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ দলের সঙ্গে কালিম্পঙের তিন জন জয়ী নির্দল প্রার্থী ইতিমধ্যে হাত মিলিয়েছেন। প্রসঙ্গত, ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তৃণমূল, তার মধ্যে জয়ী আছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং।

উল্লেখ্য, গত বছর শেষের দিকে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দল ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’র ঘোষণা করেন অনীত থাপা। বিজিপিএম বা প্রজাতান্ত্রিক মোর্চার পতাকার রং হলুদ, ধূসর, লাল। আর পতাকায় রয়েছে হিমালয় পর্বত, তিস্তার নীল জল, চা-পাতা আর অস্ত্র খুকরি। এখন এই নতুন দল নিয়ে উত্তেজনায় ফুটছে পাহাড়।