টুইটারের পর এবার কোকা কোলা কিনবেন মাস্ক!

টুইটারের পর কি এবার ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকা কোলার দিকে নজর দিলেন আমেরিকার ধনকুবের এলন মাস্ক? সদ্য একটি টুইট করে তেমনই শোরগোল ফেলে দিলেন মাস্ক। বৃহস্পতিবার ভোরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মাস্ক লেখেন এর পর ‘কোকা কোলা কিনতে চলেছেন’ তিনি। শুধু তাই নয়, কোকা কোলা ক্রয় করে তাতে ‘ফের কোকেন মিশিয়ে দেবেন’ বলেও জানান তিনি। প্রাথমিকভাবে কোকাকোলা তৈরি হত কোকা পাতা ও কোলা নাটস দিয়ে। এর মধ্যে কোলা নাটস থেকে পাওয়া যায় ক্যাফিন এবং কোকা পাতা দিয়ে তৈরি হয় কোকেন। সে কথা উল্লেথ করেই এলন মাস্ক ট্যুইট করে জানিয়েছেন, তিনি কোকেন ফিরিয়ে আনতে চান।

 

এরপরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হইয়ে যায় মাস্কের টুইট। ইতিমধ্যেই প্রায় ১৫ লাখ মানুষ পছন্দ করেছেন টুইটটি, রিটুইট হয়েছে প্রায় সাড়ে তিন লাখ বার। জল্পনা শুরু হওয়ার কিছু ক্ষণ পরই ফের টুইট করে টুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক। তবে মাস্ক যে সব সময় ঠাট্টা করেন না, সদ্য টুইটারের মালিকানা দখলই তার প্রমাণ। কারন, কিছুদিন আগে টুইট করে এলন মাস্ক সবার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন, তাঁর সংস্থার মূলধন বাড়ানোর জন্য টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া উচিত কি না? সবার মতামত নেন তিনি। ৫৭ শতাংশ ব্যক্তিই টেসলার শেয়ার বিক্রি করে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করেন। এরপর এলন মাস্ক ৭০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দেন।