রানির প্রয়াণের পর, রাজা হিসেবে শপথ গ্রহণ করলেন চার্লস

এই মুহূর্তে ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হলো প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।

তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। আর পদ পেয়েই প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন তিনি। বললেন, মায়ের প্রতি তাঁর ভালোবাসার কথা।

জাতির উদ্দেশে ভাষণে কিং চার্লস বলেন, তাঁর মা আজীবন যে পরিষেবা দিয়ে গিয়েছেন, সেই কাজই তিনি বহাল রাখতে চান। মা তাঁর জীবন সাধারণ মানুষের মঙ্গলকামনায় উৎসর্গ করেছিলেন। এখন থেকেই সেই একই কাজ তিনি করবেন। একই সঙ্গে তিনি এও বলেন, তাঁর মায়ের চলে যাওয়া, এই ক্ষতি অপূরণীয়।

রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হওয়ায় ঘটনায় বিভিন্ন দেশের মতোই ভারত শোক প্রকাশ করেছে। আর শুক্রবার সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম সরকারি কাজ সেই দিন হবে না।