সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বিসর্জন দেখতে এসে জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে তলিয়ে গিয়েছেন অনেকেই।
বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও ৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। দুর্গা প্রতিমা বিসর্জনের দিন এই মর্মান্তিক ঘটনায় এখনও আতঙ্কিত রাজ্যের মানুষ। এই আবহের মধ্যেই আবারও ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। মাল নদীর বিপর্যয়ের পর এ বার আমতায় মুণ্ডেশ্বরী নদীর জলস্রোতে বিপাকে পড়লেন হাজার হাজার মানুষ। জলের তোড়ে তিনটি বাঁশের সেতু ভেঙে গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছে, ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীতে আচমকা জল বেড়ে যায়। তার কারণে তিনটি বাঁশের সেতু ভেঙে গিয়েছে। আর এই সেতু ভাঙার ফলে বিপাকে পড়েছেন প্রায় ৪০ হাজার বাসিন্দা। মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তাঁরা।
আসলে আমতার দ্বীপাঞ্চল ভাটোরার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই সেতুগুলি ভেঙে যাওয়ার ফলে। তাই হাজার হাজার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। যদিও প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।