ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও ।পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও। ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে গভীর রাতে বৃষ্টি কে উপেক্ষা করেই প্রায় ১২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি। এছাড়াও বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে দেয়। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। জানা যায় গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় আধ ঘন্টা তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় তারা। এই ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।