দিনহাটার পর এবার শীতলকুচিতে হাতির হানা

দিনহাটার পর এবার শীতলখকুচির লোকালয়ে হাতির হানা। শুক্রবার সাত সকালে শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের সর্বেশ্বর জয়দুয়ার খানুয়ারডাঙ্গা গড় এলাকায় চাষের জমিতে ছয়টি হাতির একটি দলকে স্থানীয় বাসিন্দারা ঘোরাঘুরি করতে দেখেন। এলাকায় হাতির খবর ছড়িয়ে পড়তে উৎসুক জনতা ভিড় জমায়। হাতির লাথিতে গুরুতর যখম এক ব্যক্তি। যখম ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া। তিনি ভোরবেলা যখন তামাকের জমিতে কাজ করছিলেন তখন হঠাৎই পেছন থেকে একটি হাতি সজোরে লাথি মারে তিনি প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়ে যান এবং সেখানেই হাতি তাকে বেশ কয়েকবার আঘাত করে। সেখানেই তিনি জ্ঞান হারান তারপর পরিবার এবং প্রতিবেশীরা মিলে ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে মজিদ বাবুকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান তার একটি পা ভেঙে গেছে তারা এখনো জ্ঞান ফেরেনি উন্নত চিকিৎসা করার জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।ঘটনার প্রায় বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও বনদপ্তরের কোন আধিকারিক সেখানে যাননি বলে অভিযোগ।