অধিনায়কত্বের পর এবার দলে নিজের জায়গাও হারাতে পারেন পাক ক্রিকেটার বাবার আজম

২০২৩এ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া এক দিনের বিশ্বকাপের পরে দলের তিন ফরম্যাটের নেতৃত্ব হারিয়েছেন বাবর আজ়ম। তবে এ বার শোনা যাচ্ছে টি-টোয়েন্টি দলে নিজের জায়গাও হারাতে পারেন বাবর।

সূত্রের খবর, মহম্মদ রিজওয়ানকেও ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট। কিন্তু পড়ে মহম্মদ হাফিজ়ের সঙ্গে কথা বলে তাঁকে বোঝাতে সক্ষম হন রিজওয়ান। তার পরেই ঠিক হয় যে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রিজওয়ানের সঙ্গে ওপেন করতে নামবেন সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে লাল বলের ক্রিকেটে অভিষেক হওয়া সাইম আয়ুব।

আর সেই কারণেই এবার তিন নম্বরে ব্যাট করতে হতে পারে বাবরকে এছাড়াও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে উইকেটের পিছনে বা পাঁচ নম্বরে দেখা যেতে পারে আজ়ম খানকে। আগামী ১২ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবেন পাকিস্তান। তার আগে  পাকিস্তানের নতুন সহ-অধিনায়ক করা হয়েছে রিজ়ওয়ানকে।