সম্প্রতি কদিন আগের ঘটনা, বেশ কিছুটা সময় অতিক্রম হয়ে গেলেও তাও এখনো ঘটনার মর্মান্তিক ছবি তাড়া করে বঙ্গবাসীর মনকে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তা এখনো পর্যন্ত ভুলতে পারেনি মানুষ। এই মামলায় বড় স্বস্তি পেয়েছে রাজ্য সরকার।
সেই বগটুই মামলার নিষ্পত্তি হয়ে গেল কলকাতা হাইকোর্টে। রাজ্যের রিপোর্ট দেখে সন্তুষ্ট হাইকোর্ট, সেই প্রেক্ষিতেই নিষ্পত্তি হয়ে গেল এই মামলা। বগটুই সংক্রান্ত আর কোনও মামলাই বিচারাধীন থাকল না আদালতে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টে কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।
সোমবার রাজ্যের তরফে আদালতে বগটুই সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে, কয়েকজন গ্রামবাসী গ্রাম ছাড়া ছিলেন। ১২ জন ফিরে এসেছে। বাকি ৩ জন অন্য গ্রামে নিজের বাড়িতে থাকে। এখনও এলাকায় পুলিশ আছে বটে তবে পরিস্থিতি স্বাভাবিক। এই রিপোর্ট দেখে সব মামলা নিষ্পত্তি করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠার পরেই বগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক জনের মৃত্যু হয় সেই ঘটনায়। মূল চক্রী হিসাবে উঠে আসে আনারুল শেখের নাম। তাকে গ্রেফতারও করা হয়েছে। যদিও তার দাবি, তিনি নির্দোষ।