স্টোকসের শতরানের পর কোহলিকে নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনি ৮৪ বলে ১০৮ রানের একটি অনবদ্ধ ইনিংস খেলেন। যেখানে ৬টি চার এবং ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর এই ইনিংস দেখার পর বিরাট কোহলিকে ঘুরিয়ে খোঁচা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ়।

সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে হাফিজ় লিখেছেন, ‘‘চাপের মুখে স্টোকস আগাসী মেজাজে দুর্দান্ত ব্যাটিং করে শতরান করেছে। এই ইনিংসেই বুঝিয়ে দিয়েছে স্বার্থপর এবং নিঃস্বার্থ মনোভাবের পার্থক্য।’’ তবে সমাজমাধ্যমের পোস্টে তিনি সরাসরি কোহলির নাম না করলেও ৪৯তম শতরানের ইনিংসের পর সরাসরি কোহলিকে নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ়।

তবে হাফিজ়ের এই মন্তব্যের পর তাঁকে উদ্দেশ্য করে জবাব দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন। তিনি বলেছেন, ‘‘স্টোকস একটা অসাধারণ ইনিংস খেলেছেন। তবে কোহলি কলকাতার ওই কঠিন উইকেটে সেই ইনিংসটা খেলেছিল আরও ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধে।’’