বেশ কিছু মাস পর বড়সড় স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণে

আর কিছু মাসের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়। এরমধ্যে বেশ খানিকটা স্বস্তি দিল আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে লাগাতার বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জনের।

গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮। অন্যদিকে এক দিনে দেশে ৫৪ লক্ষ ৯১ হাজার ৬৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫১ কোটি ৪৫ লক্ষ ২৬৮ জন টিকা পেয়েছেন দেশে।

অন্যদিকে রাজ্যের দৈনিক সংক্রমণ কমলেও লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন। একই সময় মৃত্যু হয়েছে ১১ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭১৯ জন। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩০ হাজার ১৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন। ফলে রাজ্যের সুস্থতার হার বেড়ে হল ৯৮.১৪ শতাংশ।