বাগুইহাটি কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় গ্রেফতার, এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র চৌধুরী। হাওড়া স্টেশন চত্বর থেকে গ্রেফতার করা হয়েছিল সত্যেন্দ্রকে। পরে আদালতের নির্দেশে সে এখন সিআইডি হেফাজতে।
আপাতত ১৪ দিনের পুলিশি হেফাজত সত্যেন্দ্র। এবার এই ঘটনায় দিল্লি থেকে আরও একজনকে পাকড়াও করল সিআইডি। কানহাইয়া কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে তাঁরা। জানা গিয়েছে, ধৃত কানহাইয়া গাড়ির চালক ছিল। এখন তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পরই আদালতে তোলা হবে।
পুলিশি জেরায় সত্যেন্দ্র আগেই জানিয়েছিল যে, অতনুকে খুন করতে ৪ জন দুষ্কৃতীকে ভাড়া করে নিউ টাউনের একটি হোটেলে ৪ দিন ধরে রেখে দিয়েছিল সে। ঘটনার দিন বাইক কেনার কথা বলে অতনুকে সে ডাকে। পরিকল্পনা মতো ২টি গাড়ি ভাড়া করে রেখেছিল সত্যেন্দ্র। সেদিন সন্ধ্যায় রাজারহাটে মোটরবাইকের একটি শো রুমে যায় অতনুরা।
এর পর অতনু ও অভিষেককে নিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের দিকে চলে যায় সত্যেন্দ্র। একটি গাড়িতে তারা ছিল, অপর গাড়িতে ভাড়া করা দুষ্কৃতীরা। ওই রাস্তাতেই গাড়ি থামিয়ে পিছনের গাড়ির লোক আসে অতনুদের গাড়িতে। সেখানেই খুন করা হয় দুজনকে। তবে অভিষেককে খুনের কোনও পরিকল্পনা ছিল না তার। শুধুমাত্র তথ্য প্রমাণ লোপাট করতে সেই খুন করতে হয় তাকে।