তৃতীয়বার নিজ পদে ফেরার পর ঝাড়গ্রাম পরিদর্শনে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী

কথা রাখলেন রাজ্যের মমতাময়ী দিদি, কথা মতো মা বোনদের পাশে থাকলেন তিনি। একুশে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মিটে গেল মান অভিমানের পালা। হ্যাট্রিক করে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার নিজ পদে ফেরার পর এই প্রথম জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর অভিমান মিটিয়ে একুশের বিধানসভা ভোটে একুশের বিধানসভা নির্বাচনে ‘‌বাংলার নিজের মেয়ে’‌র উপর ভরসা রেখেছে ঝাড়গ্রাম। জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধার অনেকটা করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিদানে এবার মা–বোনদের শ্রদ্ধা জানানোর পালা। তাই আগামী ৯ অগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে বিস্তর কর্মসূচি রেখেছেন তৃণমূল সুপ্রিমো। নবান্ন সূত্রে খবর, সোমবার ফের ২ দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে যাবেন তিনি। ঘুরে দেখবেন সেখানকার বন্যা পরিস্থিতি। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে।

সাধারণ মানুষের জন্য প্রশাসন সঠিকভাবে কাজ করছে কি না তাও খতিয়ে দেখবেন তিনি। আর কোন কোন প্রকল্পের কাজ বাকি রয়েছে তা আধিকারিকদের থেকে জেনে নেবেন। তারপর জেলাশাসকের অফিসে সিধু–কানহু হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অনুষ্ঠান শেষে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের মাঝে মিশে তাঁদের সমস্যার কথা শুনবেন।