করোনা কাল কাটিয়ে চলতি বছর আবারও আগামী ১২ই অক্টোবর শুরু হল চলতি বছরের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। চলতি বছর গোটা পশ্চিমবঙ্গে ২ লক্ষ পরীক্ষার্থী হলেও করোনা কালের আগে এই সংখ্যাটি প্রায় পাঁচ লক্ষ্য ছিল বলে জানান পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সদস্যা দিপ্তী রায়।
তিনি আরো জানান, যে গত বছর গুলিতে যে হারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তা করোনা কালের জন্য অনেকটা হ্রাস পেয়েছে। এটা স্বাভাবিক ছন্দে আনতে সাধারণ মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করতে হবে। এরই মাঝে দিপ্তী দেবী জানান, শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রায় ২ হাজার পরীক্ষা দিয়েছে,আজ ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হল। সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র দেওয়া হবে স্কুল মারফত।