ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর রোহিত-বিরাটদের দিকে আঙুল তুললেন ভারতীয় পেসার

বিশ্বকাপ ফাইনালে হারার দাগ এখনও কেটে রয়েছে সকলের মনে। পর পর ১০টা ম্যাচ জেতার পর যেভাবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে, সেটা মেনে নেওয়া আসলেও অনেক কঠিন। ক্রিকেটপ্রেমীরা যেমন দেশের হার ভুলতে পারছেন না ঠিক তেমনই ক্রিকেটাররাও সেটি ভুলতে পারছেন না।

এদিন টুর্নামেন্টের সেরা পেসার মহম্মদ শামি বলছেন, ফাইনালে যদি হাতে তিনশতক রান করা যেতো তাহলে হয়তো সেদিন অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া যেত। ফলে বোঝাই যাচ্ছে শামি সরাসরি কাউকে না দুষলেও সেদিনের হারের জন্য ভারতীয় ব্যটারদেরই দায়ী করেছেন তিনি।

শামি আরও বলেন যে সেদিন ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারত। আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে রান করেছি, সেটা ফাইনালে করতে পারিনি।যদিও তিনি  ব্যর্থতার জন্য বিশেষ ভাবে দায়ী করেননি। তিনি এও বলেন যে, “এখন আর কারও উপর দায় চাপিয়ে কোনও লাভ নেই। ক্রিকেট দলগত খেলা। আর খেলার মধ্যে হার জিত থাকবেই সেটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”