বিশ্বকাপের ফাইনালে হারের পর, এবার সোশ্যাল মিডিয়ায় নিজের আক্ষেপের কথা লিখলেন লোকেশ রাহুল

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জিতার স্বপ্নভঙ্গ হওয়ায় আবেগের বিস্ফোরণ দেখা যায় গোটা আহমেদাবাদে। সেই বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারের ক্ষত এখনও ভুলতে পারেনি ভারতবাসী। তবে বৃহস্পতিবার লোকেশ রাহুল সোশাল মিডিয়ায় তাঁর আক্ষেপের কথা জানালেন। তিনি এবার একদিনের বিশ্বকাপের ১০টি ইনিংস থেকে মোট ৪৫২ রান করেন এবং সেখানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬২ বলে দ্রুততম একটি সেঞ্চুরিও করেন তিনি।

ফলে  বিশ্বকাপে প্রথম ভারতীয় ব্যাটার  হিসেবে দ্রুততম শতরান করেন নজর গড়েন রাহুল। তবে ফাইনালে গিয়ে চাপের মুখে ১০৭ বলে ৬৬ রান করা নিয়ে অনেক বিতর্কের মোকাবিলাও করতে হয়েছে তাঁকে। এমনকি তাঁর ইনিংস নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমিরও।

এদিন সমাজ মাধ্যমের পাতায় লোকেশ রাহুল লিখেন “স্টিল হার্টস।” তিনি এই পোস্ট করে বুঝিয়ে দিলেন যে, সে এখনও সেই শোক কাটিয়ে বেরিয়ে আসতে পারেননি। এছাড়াও সেদিন ফাইনালের হারের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সাজঘরে ঢুকে বিরাট ও রোহিত শর্মা-সহ একাধিক ক্রিকেটারকে সান্ত্বনা দেন।